Search
Close this search box.
Search
Close this search box.

ranwayরাশিয়ার ইয়াটুতস্কের একটি বিমানবন্দরের রানওয়ে ছেয়ে গেছে সোনা ও রুপার বারে। বিমানটি উড্ডয়নের সময় কার্গো পড়ে গেলে এসব সোনা ও রুপার বার ছড়িয়ে পড়ে। এ সময় রানওয়েতে সোনা ও রুপার প্রায় ২০০টি বার ছিটিয়ে থাকতে দেখা যায়। খবর ইন্ডিপেন্ডেন্টের।

রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ঠাসাঠাসি করে অনেক কার্গো রাখায় দরজা ভেঙে একটি কার্গো পড়ে গিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পরে বিমানটি দ্রুত ফিরে আসে। আর মূল্যবান ধাতুগুলো যাতে কেউ নিয়ে যেতে না পারে সে জন্য ওই এলাকা বন্ধ করে দেয়া হয়।

ওই এলাকার স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, ৩ দশমিক ৪ টন ওজনের ১৭২টি বার পাওয়া গেছে। ওই কার্গোয় প্রায় নয় টন সোনা ছিল, সেখান থেকে মাত্র কিছু অংশ পড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, পাশের কুপল খনি থেকে ওই সোনা আহরণ করা হয়েছিল। আর রাশিয়ার স্বায়ত্তশাসিত ওকরাগের চুটোটকার বিলিবিনস্ক জেলায় একটি খনি থেকে রুপা আহরণ করা হয়েছে।

chardike-ad

সোনা ও রুপা বহনকারী কার্গো কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনায় কোনো ধাতু খোয়া যায়নি।