Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের কেরালায় কাঁঠালকে প্রধান ফল ঘোষণা

jackfruitভারতের কেরালা রাজ্যে কাঁঠাল এখন প্রধান ফল। গতকাল বুধবার কেরালা রাজ্যের বিধানসভায় এ ঘোষণা দেওয়া হয়।

কেরালার কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমার এক ঘোষণায় বলেন, এখন থেকে কেরালা রাজ্যের প্রধান ফল হলো কাঁঠাল। কাঁঠালকে প্রধান ফল হিসেবে ঘোষণার দাবি প্রথম তুলেছিল ওই রাজ্যের কৃষি বিভাগ।

chardike-ad

এর আগে কেরালা সরকার হাতিকে রাজ্যের প্রধান পশু, ধনেশ প্রধান পাখি, কনিকোন্না ফুলকে প্রধান ফুল, কারিমীনকে প্রধান মাছ হিসেবে ঘোষণা দিয়েছিল। এবার কাঁঠালকে প্রধান ফল হিসেবে ঘোষণা দেওয়া হলো।