Search
Close this search box.
Search
Close this search box.

২৭ কেজির শরীরে ৭ কেজির টিউমার!

tumourশরীরের ওজন মাত্র ২৭ কেজি। শীর্ণকায় শরীর। সেই শরীরেই বাসা বেঁধেছিল ৭ কেজি ওজনের টিউমার। জটিল অস্ত্রোপচার করে বের করা হল সেই টিউমার। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে।

জলপাইগুড়ির ময়নাগুড়ি শিঙিমারির বাসিন্দা মনিবালা পাল গত কয়েক মাস ধরেই পেটে ব্যথায় ভুগছিলেন। চিকিৎককে দেখানোর পর তিনি বেশকিছু পরীক্ষা করতে বলেন। পরীক্ষার রিপোর্ট দেখে অবাক হয়ে যান চিকিৎসক। রিপোর্টে দেখা যায়, তলপেট থেকে বুক অবধি ছড়িয়ে রয়েছে মস্ত টিউমার।

chardike-ad

অস্ত্রোপচারের জন্য এরপরই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। প্রায় ৩ ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। টিউমারটি এতই বিশালাকার যে, একসময় অস্ত্রোপচার থামিয়ে প্রায় লিটার খানেক ফ্লুইডও বের করে নিতে হয়। তারপর আবার শুরু হয় অপারেশন।

শেষে পেট থেকে বেরিয়ে আসে ৭ কেজি ওজনের মস্ত টিউমার। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে মণিবালা দেবীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।