Search
Close this search box.
Search
Close this search box.

রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনিকে আটক করল ইসরাইল

plestineপবিত্র রমজান মাসে রাতে সেহরি খাওয়ার জন্য রোজাদারদের জাগানোর সংস্কৃতি মুছে ফেলার তৎপরতা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সেহরির সময় কাসিদা গেয়ে রোজাদারদের জাগানোর কারণে চলতি রমজানে ছয় ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরাইলি বাহিনী।

কাসিদা দলের বিরুদ্ধে অভিযোগ আসার পর তাদেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের দাবি, কাসিদা দলের শব্দে অনেকেই বিরক্ত হচ্ছেন।

chardike-ad

কাসিদা দলের সদস্য মোহাম্মাদ হাজিজি বলেছেন, এ এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। এর মধ্যে হয়তো দশ জন অভিযোগ করেছেন। এটি শত শত বছরের ঐতিহ্য। রোজাদাররা এর মাধ্যমে উপকৃত হন।

এদিকে, অধিকৃত অঞ্চলে মাইকে আজান নিষিদ্ধের বিষয়ে একটি নতুন কমিটি গঠন করেছে। এই বিলটি পাস হলে ফিলিস্তিনি মুসলমানরা সেখানে মাইকে আজান দিতে পারবেন না। একটি মুসলিম ভূখণ্ডে আজান নিষিদ্ধের এ তৎপরতার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা।

সৌজন্যে- পার্সটুডে