Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের অদ্ভুত আকৃতির ৮ গাড়ি

car
১৯৮০ সালে ঘেটো বালস্টার অডিও প্লেয়ারের আকৃতিতে তৈরি অদ্ভুত এই গাড়িটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন লস অ্যাঞ্জেলসের শিল্পী ডেরেক উন্ডার এবং তার টিম।
car
‘যান্ত্রিক অক্টোপাস’ নামের এ গাড়িটা এক সময়ে উপস্থিত দর্শকদের কাছে সবচেয়ে দর্শনীয় অদ্ভুত গাড়ি ছিলো। সম্পূর্ণ গাড়িটি পুরনো গাড়ির যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছিল।
car
ড্যানিয়েল বেকম্যান নামে এক শিল্পী এই গাড়িটা তৈরি করেছিলেন। মরুভূমির মাঝে এক টুকরো মরুদ্যানের ভাবনা থেকে এ গাড়িটি তৈরি করেছিলেন শিল্পী।
car
শিল্পী ব্রুস টোম্ব এই গাড়িটা বানিয়েছিলেন। গাড়িটি দেখতে সত্যিই অদ্ভুত।
car
শ্যান ও হারে নামে এক শিল্পী ভিক্টোরীয় ম্যানশন ধাঁচে এই তিনতলা গাড়িটা তৈরি করেন।
car
এই গাড়িটি প্রথম ২০০২ সালে বার্নিং ম্যান ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। ফের চকচকে অ্যালুমিনিয়াম পাত দিয়ে হাঙরের আকারে নির্মাণ করে এটা ২০১৬ সালেও উৎসবে অংশ নিয়েছিল।
car
লাল ড্রাগনের আদলে গাড়িটা তৈরি করেছিলেন কলোরাডোর গাড়ি প্রস্ততকারক ক্যাপ্টেন কার্বুরেটর।
car
ধাতব শিল্পীদ্বয় কেভিন ক্লার্ক এবং টিএম পটার গন্ডারের মতো দেখতে এই গাড়ি তৈরি করেছিলেন।