Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে স্যামসাংয়ের কারখানায় গ্যাস লাইন লিক, নিহত ১

samsungবিশ্বের মোবাইল নির্মাতা জায়ান্ট প্রতিষ্ঠান স্যামসাংয়ের ইলেক্ট্রনিকস চিপ নির্মাণ কারখানায় কার্বন ডাইঅক্সাইড লাইন লিক হয়ে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে দু’জন। মঙ্গলবার দক্ষিণ কোরীয় এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের সুওন শহরের একটি সেমিকন্ডাক্টর কারখানা থেকে তিনজনকে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

chardike-ad

স্যামসাং বলছে, তাদের উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা পর ২৪ বছর বয়সী একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। এছাড়া ২৬ ও ৫৪ বছর বয়সী অপর দুই কর্মী এখনো অবচেতন রয়েছেন।

sentbe-adবিবৃতিতে বলা হয়েছে, হতাহতদের সবাই স্যামসাংয়ের ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কারখানার গ্যাস লাইন লিকের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ‘কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে শ্বাসকষ্টের কারণে হতাহতের এ ঘটনা বলে ধারণা করা হচ্ছে।’

বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরীয় এই কোম্পানি। ফোনের পাশাপাশি মেমরি চিপও তৈরি করে তারা। সুওনে সেমিকন্ডাক্টর তৈরি বিশাল কারখানা রয়েছে তাদের।