Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়া প্রবাসী তপনের মৃত্যুতে বিসিকের শোক

কোরিয়া প্রবাসী তপন কুমার রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে)। সংগঠনটির সভাপতি এম জামান সজল এবং সাধারণ সম্পাদক ডঃ আরিফ এক বিবৃতিতে তপন কুমার রায়ের গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভুতি প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন প্রবাসে মৃত্যুর শোক অনেক বেশি। পরিবার পরিজন ছেড়ে প্রবাসে বসবাস করাটাই কষ্ঠকর। সেখানে এমন মৃত্যু অসম্ভব বেদনাদায়ক। দক্ষিণ কোরিয়া একটি শিল্পোন্নত দেশ। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও বেশি। এই ধরণের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্কভাবে কাজ করার পরামর্শও দেন নেতৃদ্বয়।

গতকাল কোরিয়া প্রবাসী তপন কুমার রায় কর্মরত অবস্থায় ফর্ক লিফট (Forklift) এর নিচে চাপা পড়ে নির্মমভাবে মারা যান। দিনাজপুরের সেতাবগঞ্জের বাসিন্দা তপন ইপিএস কর্মী হিসেবে কোরিয়ায় আসেন এবং সুনামের সাথে কর্মরত ছিলেন। আকষ্মিক দুর্ঘটনার শিকার তপন কুমার রায় স্ত্রী এবং দুই সন্তান রেখে যান।