কুয়েতের জেলিব আল সুয়েকের বাঙালি অধ্যুষিত হাসাবিয়া শাহজালাল বাকালার এক গোডাউনে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকালার গোডাউনে মালামাল পুড়ে গেছে। ভবনের উপরে ও আশপাশে বাংলাদেশিদের থাকার জায়গা রয়েছে। তাদের কী অবস্থা এখনো জানা যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আহত তিন বাংলাদেশিকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।