cosmetics-ad

আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ডিপজলও

dipjol

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন তিনি।

শনিবার দুপুরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন ডিপজল।

ডিপজল সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচনে আমি ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি জয় লাভ করবো ইনশাল্লাহ।’

এদিকে ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খানও গাজীপুরের একটি আসন থেকে আওয়ালী লীগের হয়ে মনোনয়ন নেয়ার আগ্রহ প্রকাশ করেন। শনিবার দিনে এমন সিদ্ধন্তের কথা জানালেও রাতে সিদ্ধান্ত বদলান তিনি। জানান, ভক্তরা চাইছেন না তিনি এখন নির্বাচনে অংশ গ্রহণ করুক। তাই তিনি মনোনয়ন কিনছেন না।

সৌজন্যে- সমকাল অনলাইন