Search
Close this search box.
Search
Close this search box.

মাটির নিচে ১৬ তলা

chinপাখির চোখে চীনের ‘ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড’ হোটেল। পরিত্যক্ত পাথর কোয়ারিতে নির্মিত বিলাসবহুল ও বিস্ময়কর হোটেলটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। মাটির নিচে নির্মিত বিশ্বের প্রথম হোটেল হিসেবে এটা ইতিমধ্যেই খ্যাতি পেয়েছে। বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ৩২ কিমি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হোটেলটি।

৮৮ মিটার (২৯০ ফুট) গভীর পাথর কোয়ারিতে নির্মিত তাই এর স্থানীয় নাম ‘তিয়ানমা পিট হোটেল’। কোয়ারির গায়ে মোট ১৮ তলা হোটেলের ১৬ তলাই মাটির নিচে।

chardike-ad

এমনকি হোটেলের নিচের দুটি তলা নির্মাণ করা হয়েছে পানির নিচে। নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লেগেছে। ৩৩৬টি কক্ষবিশিষ্ট হোটেলটি নির্মাণে কাজ করেছেন স্থপতিসহ প্রায় ৫ হাজার শ্রমিক।

হোটেলের মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম জলপ্রপাত। ২৮ কোটি ৮০ লাখ ডলারের এ প্রকল্পটিতে রয়েছে একটি থিমপার্কও। এএফপি