Search
Close this search box.
Search
Close this search box.

মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মনির খান

monir-khanপেয়েছিলেন মনোনয়ন। মা-বাবার দোয়া নিয়ে নেমেছিলেন ভোটের প্রচারণাতেও। কিন্তু শেষদিকে ফিরিয়ে নেয়া হয়েছে তার মনোনয়ন। তার পরিবর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ করছেন মনির খান। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গায়ক।

দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই শিল্পী ও নেতা বলেন, ‘নিজেকে সবরকম স্বার্থের বাইরে রেখে রাজনীতিতে এসেছি আমি। দলের ক্রান্তিলগ্নে মাঠে থেকেছি। কাজ করেছি। কিন্তু দিনের পর দিন এতো অনিয়মের মধ্যে থাকা যায় না। তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

chardike-ad

তিনি আরও বলেন, ‘আমাকে মনোনয়ন দেয়া হলো। এলাকার নেতাকর্মীদের নিয়ে উৎসব আমেজে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলাম। কিন্তু শেষমুহূর্তে এসে আমাকে সরিয়ে দেয়া হলো। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

অভিমান করে তিনি আরও বলেন, ‘আমরা শিল্পীরা অনেক সমালোচনা মাথায় নিয়ে রাজনীতিতে আসি। দলের কাছে যদি এর সঠিক মূল্যায়ণ না পাই তবে কেন থাকবো। আমি ভেবে চিন্তেই এই সিদ্ধান্তে গিয়েছি।’

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সেখানে এ নিয়ে নিজের ভাবনার কথা জানান মনির খান।