cosmetics-ad

হৃদরোগে আক্রান্ত হয়ে কোরিয়া প্রবাসীর মৃত্যু

গতকাল বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক কোরিয়া প্রবাসী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিউলের পার্শ্ববর্তী হোয়াসং সিটিতে মৃত্যুবরণ করা এই তরুণ প্রবাসীর নাম রবিন মাহমুদ নাম। ঘুমন্ত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে ধারণা করা হচ্ছে।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের বাসিন্দা রবিন গতকাল রাত ৮টায়ও সর্বশেষ ফেসবুকে সহকর্মীদের সাথে তোলা ছবি পোস্ট করেন। রবিন মাহমুদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষ লাশ বাংলাদেশে পাঠানো হবে। কোরিয়ায় বাংলাদেশ কমিউনিটিতে এই শোকের খবরটি ছড়িয়ে পড়লে বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হয়।