Search
Close this search box.
Search
Close this search box.

চিরনিদ্রায় শায়িত কানাডা প্রবাসী হাজী ফারুক

canada-farukhকানাডা প্রবাসী হাজী ফারুক সৈয়দের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা বগুড়া শহরের করোনেশন স্কুল মাঠে জানাজা শেষ হলে নামাজগড় আঞ্জুমান কবরস্থানে তাকে দাফন করা হয়।

chardike-ad

জানাজায় বগুড়া জেলা জাপার সাধারণ সম্পাদক সাবেক হুইপ নুরুল ইসলাম ওমর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল উপস্থিত ছিলেন। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবদলের সভাপতি শিফার আল বকতিয়ার, জেলা যুব সংহতির সভাপতি মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে মরহুমের বড় ভাই লন্ডন প্রবাসী সৈয়দ আজিজার রহমান, কানাডা প্রবাসী সৈয়দ আসলাম আলী, ছোট ভাই কানাডা প্রবাসী সিরাজুল ইসলাম খোকন, মরহুমের বোন অবসরপ্রাপ্ত এএসপি রোজি আরা বেগম, মরহুমের স্ত্রী আনজীর নূর কবিতা, এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সাংবাদিক ওমর আলী, মরহুমের কন্যা এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের পরিচালক ফাহমিদা সৈয়দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মরহুমের কনিষ্ঠ পুত্র জুবায়ের সৈয়দ, মরহুমের ভাগিনা যুব সংহতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য গত সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারুক সৈয়দ ইন্তেকাল করেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি কানাডা থেকে প্রকাশিত এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন।

সৌজন্যে- জাগো নিউজ