Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে ফের মুসলিম কয়েদির মৃত্যু, অভিযোগের তীর পুলিশের দিকে

romzanভারতের রাজস্থানে আবারো একজন মুসলিম কয়েদির মৃত্যু হয়েছে। শরীরের অনেকগুলো অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তিনি মারা যান। তার পরিবারের সদস্যরা বলছেন, পুলিশী নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

তবে পুলিশ বলছে, অসুস্থতার কারণেই ৫৫ বছর বয়সী মোহাম্মদ রমজান নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সে কিডনি সমস্যায় ভুগছিল। অসুস্থতার কারণে ২৫ এপ্রিল তাকে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শুক্রবার হাসপাতালে সে মারা যায়।

chardike-ad

রমজান মৃত্যুর আগে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, রমজান বলছেন, তাকে পুলিশরা নির্মমভাবে পাইপ দিয়ে পিটাতো। তিন চারজন পুলিশ একত্রে তাকে মারধর করতো।

এর আগেও একবার তাকে অসুস্থ হয়ে পড়ার কারণে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ ওই অবস্থাতেই তাকে আবারো জেলখানায় পাঠিয়ে দিয়েছিল। পরে প্রশাসন ২৫ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করে। এর পরদিনই তিনি মারা যান।

পরে এলাকাবাসী তার এ ধরনের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। ফলে পুলিশ এ বিষয়ে তদন্তের আশ্বাস দেয়। রমজান রাজস্থানের বরন জেলার ম্যাঙ্গরই শহরে বসবাস করতেন।