Search
Close this search box.
Search
Close this search box.

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

sah-amanat-airportবৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অপর একটি বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরওয়ার ই জামান।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) চট্টগ্রামে অবতরণ করে। এরপর সৈয়দপুর থেকে ঢাকামুখী রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (১৫৮) চট্টগ্রামে অবতরণ করে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের ওঠা-নামা বন্ধ হয়ে যায়। ঝড়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্যান্ডেল ভেঙে এক মুসল্লি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন।