Search
Close this search box.
Search
Close this search box.

২০১৪ সালের মধ্যে সিউলে ১০হাজার বাড়িতে সোলার প্যানেল

কোরিয়া হেরাল্ড অবলম্বনেঃ সিউল মেট্রোপলিটন সিটি ২০১৪ সালের মধ্যে ১০হাজার বাড়িতে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এর অর্ধেক বিভিন্ন বিদ্যালয় ও সরকারী অফিসগুলোতে এবং বাকী অর্ধেক সাধারণ মানুষের বাসা এবং বেসরকারী ভবনগুলোতে বসানো হবে।
সিউল সিটি যেসব বাড়ির মালিক তিন কিলোওয়াট বা তার কম বিদ্যুত উৎপন্ন করে এই রকম সোলার প্যানেল বসাতে চান তাদের আর্থিক সহায়তা দিবে। যারা ১৫০ কিলোওয়াট বা তার কম বিদ্যুত উৎপন্ন করে এই রকম সোলার প্যানেল বসাতে চান তাদেকেও স্বল্প সুদে ঋণ দিবে সিউল সিটি কর্তৃপক্ষ।