শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১১ জুলাই ২০২৫, ৯:০৫ অপরাহ্ন
শেয়ার

ইরানে ফের হামলার হুমকি ইসরায়েলের



তেহরান থেকে যদি আবারও হুমকি আসে, তাহলে ইরানে ফের হামলা চালানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসরাইলি বিমানবাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর রয়টার্সের।

কাৎজ বলেন, ‘ইসরাইলকে হুমকি দেওয়ার চেষ্টা করলে আমাদের অস্ত্র তেহরান, তাবরিজ, ইসফাহান—যেকোনো স্থানে পৌঁছে যাবে। কোনো স্থানই আর নিরাপদ থাকবে না। আর যদি আমাদের ফিরে আসতেই হয়, তাহলে ফিরব আগের চেয়েও বেশি শক্তি নিয়ে।’

প্রসঙ্গত, গত জুনে টানা ১২ দিন ধরে চলা সংঘাতে জড়ায় ইরান ও ইসরাইল। এতে করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। পরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৩ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সংঘাতের সূত্রপাত হয় ইসরাইলের অভিযোগ থেকে—ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ অভিযোগে তহরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরাইল। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রও ইরানের অভ্যন্তরে হামলায় অংশ নেয়।