সুদানের উত্তর কোরদোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক চালানো হামলায় অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা।
মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি ল ইয়ার্স জানিয়েছে, গত শনিবার শুরু হওয়া এই হামলা টানা সোমবার পর্যন্ত চলে। উত্তর কোরদোফানের বারা শহরের আশপাশের একাধিক গ্রামে হামলা চালায় আরএসএফ এবং বর্তমানে সেই এলাকার নিয়ন্ত্রণও তাদের হাতে।
বিশেষভাবে শাগ আলনোম গ্রামে গুলি ও অগ্নিসংযোগের মাধ্যমে দুই শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে বলে জানায় সংস্থাটি। এছাড়া পাশের অন্যান্য গ্রামেও লুটপাট ও সহিংসতা চালিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করা হয়েছে। বহু গ্রামবাসী এখনও নিখোঁজ রয়েছেন।
গত রবিবার হিলাত হামিদ গ্রামে নতুন করে হামলা চালালে আরও অন্তত ৪৬ জন নিহত হন, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, এই সহিংসতার কারণে অন্তত ৩,৪০০ জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
ইমার্জেন্সি ল ইয়ার্স বলছে, এসব হামলার সময় ওইসব গ্রামে কোনো ধরনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। এটি ছিল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে সংঘটিত একটি পরিকল্পিত গণহত্যা। সংস্থাটি এসব হত্যাকাণ্ডের জন্য সরাসরি আরএসএফকে দায়ী করেছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। সেনাবাহিনী দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলে প্রভাব বিস্তার করলেও, উত্তর কোরদোফান ও পশ্চিমাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে আরএসএফ।




































