বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ

কেউ অবৈধ দাবি করে আদালতে যাবেন, এমন প্রক্রিয়ায় যাওয়া ঠিক হবে না: সালাহউদ্দিন


SALAHUDDIN

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে এমন কোনো পথ নেওয়া যাবে না যা ভবিষ্যতে প্রশ্নের উদ্রেক করতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, প্রক্রিয়াটি সুশৃঙ্খল ও আইনানুগ হওয়া আবশ্যক, যাতে পরে কেউ তা অবৈধ দাবি করে আদালতে নিয়ে না যায়।

রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “জুলাই হচ্ছে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটি ঐতিহাসিক পূর্ণাঙ্গ দলিল; তা বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া এমনভাবে রচিত করতে হবে যাতে ১০ বা ১৫ বছর পরও তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ না হয়।”

তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় সংসদকে বাধ্য করার একটি প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন অথবা সরকারের কাছে দেওয়া হবে। সেই সুপারিশ কেমন আইনি কাঠামো চায়- তাহলে স্পষ্ট হবে কোন প্রক্রিয়ায় আইনগত ভিত্তি তৈরির উদ্দেশ্য থাকছে।

সালাহউদ্দিন বলেন, “আমরা যেন কোনোভাবে আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। এই জাতিকে সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারায় পরিচালনা করাই আমাদের লক্ষ্য।”

সালাহউদ্দিন আরও সতর্ক করে বলেছেন, রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদবিরোধী ঐক্যাধার বজায় রাখতে হবে- যদি ঐক্য নষ্ট হয়, তা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকে আহ্বান জানাবে। তিনি সমগ্র রাজনৈতিক দলগুলোকে ঐক্য ও সংহতির আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে এক থাকতে হবে এবং ফ্যাসিবাদকে কোনোভাবেই প্রত্যাবর্তন হতে দেবো না।”

আলোচনাসভায় রাজনীতিক ও নাগরিক নেতারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন শুধুমাত্র রাজনৈতিক ইচ্ছের ওপর নির্ভর করলে তা টেকসই হবে না- আইনগতভাবে শক্ত নিশ্চয়তা থাকা প্রয়োজন। রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হলেই সনদের মৌলিক উদ্দেশ্য পূরণ হবে বলে বক্তারা উল্লেখ করেন।