বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ অক্টোবর ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
শেয়ার

ঝটিকা মিছিল থেকে ১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার


Talebur-Rahman

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল দমনে চলতি বছরের প্রথম ১০ মাসে প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (শুক্রবার) রাজধানীর সাতটি স্থান থেকে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১৮ জন, বিজয়নগর থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ৪ জন, উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে ২ জন, বাড্ডা থেকে ৩ জন, বনানী থেকে ৩ জন এবং তেজগাঁও থেকে ৩ জনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপি উপকমিশনার আরও জানান, ঢাকার বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণ করানো হচ্ছে। এ কাজে আর্থিক সহায়তাকারীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

তালেবুর রহমান মনে করেন, রাজধানীতে আতঙ্ক সৃষ্টি এবং যেকোনো মূল্যে রাজনৈতিক উপস্থিতি জানান দিতেই এসব আকস্মিক মিছিলের আয়োজন করা হচ্ছে।