বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ নভেম্বর ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
শেয়ার

গণভোট আয়োজন না হলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে: জামায়াত আমির


Jamaat-e-Islami Amir

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না হলে নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটই প্রথম শর্ত; না হলে নির্বাচনের কোনো মূল্য থাকবে না।

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে যাত্রাবিরতিকালে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, দুর্নীতির কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি এবং জনগণ নিগৃহীত। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোরও দাবি জানান তিনি।

৭ নভেম্বরের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে। পাকিস্তান আমলের মতো দেশে এখন সর্বক্ষেত্রে দুর্নীতি বিস্তার লাভ করেছে উল্লেখ করে তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

মেনিফেস্টো সম্পর্কে তিনি বলেন, নির্বাচন ঘোষণার আগে তা প্রকাশ করা হবে না, তবে মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।