
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, বিএনপির দাবিতে জোট শরিককে দলীয় প্রতীক দেওয়ার নিয়ম পুনর্বহাল করে আরপিও সংশোধন করা হলে তারা তা মানবেন না। তাঁর অভিযোগ, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এক দলের চাপে পরিবর্তিত হচ্ছে।
সম্প্রতি আরপিও সংশোধনের ফলে প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে- যার বিরোধিতা করছে বিএনপি ও এর শরিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।
জামায়াত নেতাদের দাবি, আরপিও সংশোধন নিয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত হঠাৎ বদলে একটি রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করা হচ্ছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত।
ডা. তাহের সতর্ক করে বলেন, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা রাজপথে নামবেন। জুলাই সনদ বাস্তবায়ন থেকে পিছিয়ে আসা হবে সরকারের নিজের সংস্কারকে অস্বীকার করা। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং নিরপেক্ষ অবস্থান ধরে রাখবেন।





































