সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ তিনজন আটক


Faysal-Family

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিরা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং তার বান্ধবী মারিয়া। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।