
কুমিল্লার দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের প্রচারণা মিছিলে অংশ নেওয়া সমর্থকদের ভিড় থেকে রবিউল ও সজিব নামের ওই দুই যুবককে আটক করে দেবীদ্বার থানা পুলিশ।
পুলিশ জানায়, প্রচারণায় থাকা কয়েকজনকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিজেও তাদের সমর্থক হিসেবে শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও নির্বাচনী মাঠে চাপা উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এ ঘটনার পর প্রার্থীদের বিরুদ্ধে ‘হিট লিস্ট’ থাকার তথ্য পাওয়া যায়, যেখানে হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে বলে জানা যায়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার হোসেন বলেন, “হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে।”
নির্বাচন ঘনিয়ে এলে এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।







































