শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৩ সেপ্টেম্বর ২০১৫, ৯:৫৯ অপরাহ্ন
শেয়ার

লাওসের জালে কোরিয়ার গোল উৎসব


korea-beat-laos

২০১৮ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চলছে এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের বাছাই। এরই অংশ হিসেবে আজ গ্রুপ-জি এর খেলায় ঘরের মাঠে লাওসকে ৮-০ গোলে পরাজিত করেছে এশীয় ফুটবলের ‘পাওয়ার হাউস’ খ্যাত দক্ষিণ কোরিয়া। তায়েগুকদের পক্ষে সন হিউং মিন হ্যাট্রিক করেছেন। আন্তর্জাতিক ফুটবলে এটিই তাঁর প্রথম হ্যাট্রিক। ২৩ বছর বয়সী কোরিয়ান ফরোয়ার্ড গত শুক্রবার জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন থেকে ইংলিশ ক্লাব টটেনহ্যামে যোগ দিয়েছেন।

son-heung-min

ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক উদযাপন করছেন সন হিউং মিন। ছবিঃ এপি।

দক্ষিণ কোরিয়ার পক্ষে কুওন ছাং হুন ২টি এবং লী ছুং ইয়ং, সুক হুন জুন ও লী জে সুং একটি করে গোল করেন।

এ জয়ের ফলে এ পর্যন্ত খেলা দু’ ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ-জি’তে সবার উপরে রয়েছে দক্ষিণ কোরিয়। মঙ্গলবার ‘অ্যাওয়ে’ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে কি সুং ইয়েংয়ের দল।