Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে করোনায় আক্রান্ত ৮ জন, দূতাবাসের বিশেষ নির্দেশনা

qatar-coronaকাতারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আটজন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আটজন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন কাতারের নাগরিক। বাকি সাতজন কোন দেশের, তা জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস (কোভিন-১৯) এর সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশ দূতাবাস সেখানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশির জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত নির্দেশনার ছবি শেয়ার করে প্রবাসীদের সাবধানে থাকতে বলা হয়েছে।

chardike-ad

advice-qatarসেখানে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিন -১৯) সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কাতার প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে নিম্নোক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা/মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-

ক) একান্ত প্রয়োজন ছাড়া মার্কেট/জনসমাবেশ এড়িয়ে চলুন।

খ) আপনার বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

গ) বারবার হাত ধুয়ে নিন।

ঘ) ঘন ঘন পানি পান করুন।

ঙ) হাঁচি বা কাশি দেয়ার সময় হাত/রুমাল দিয়ে মুখ ঢাকুন।

চ) জ্বর বা কাশি হলে মাস্ক ব্যবহার করুন এবং হেলথ সেন্টারে যোগাযোগ করুন।