Search
Close this search box.
Search
Close this search box.

ইতালিতে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

italy-tarekইতালির ব্রেসিয়ায় ব্রেন স্ট্রোকে তারেক মিয়াজী নামে (৪০) এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শুক্রবার ব্রেসিয়ার পলিয়াম্বুলেন্সা নামক হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে, ৬ বছরের সন্তান ও স্ত্রী নিয়ে ব্রেসিয়া প্রভিন্সের পন্তেভিকো এলাকায় বসবাস করতেন তারেক মিয়াজী। তার দেশের বাড়ি ফেনী সদর পশ্চিম ছিলোনীয়ায়।

ব্রেসিয়ার বাংলাদেশি কমিউনিটির বৃহত্তর নোয়াখালী অধিবাসী জিল্লুর রহমান তারেকের এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি জানান, পরিবারের সিদ্ধান্ত অনুয়ায়ী মরদেহ গোসল শেষে ব্রেসিয়ার হিমাগারে এক মাসের জন্য রাখা হয়েছে। এরই মধ্যে বিমান চলাচল শুরু হলে তার মরদেহ দাফনের জন্য দেশে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
Email