সিউল, ২৮ মে ২০১৪:

গতকাল মঙ্গলবার রাতে (রাত ৪টা) দক্ষিণ জল্লা প্রদেশের জাংসং এর একটি নার্সিং হোমে আগুন লেগে ২১জন নিহত হয়েছে। মারাত্মক আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

chardike-ad

PYH2014052800980031500_P2ছোট এই নার্সিং হোমে নিচতলায় ১০জন রোগী ছিল এবং দুইতলায় ৩০জন রোগী ছিল। রোগীদের বেশিরভাগেরই বয়স ছিল সত্তর থেকে আশি বছর। আগুন লাগার পর নিচতলার রোগীদের উদ্ধার করা সম্ভব হলেও দুইতলায় থাকা রোগীদের বেশিরভাগকেই রক্ষা করা যায়নি। নার্সিং হোমটির সব রোগীই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। দূর্ঘটনায় একজন নার্সও মারা যান।