দক্ষিণ কোরিয়ায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

sohidul-koreaদক্ষিণ কোরিয়ায় ব্রেইন স্ট্রোকে শহিদুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৫ জুন) রাত পৌনে ১১ টার দিকে হোয়াসংসির মাদুমিয়োংয়ের একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শহিদুলের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালিয়া গ্রামে।  তার অকাল মৃত্যুতে কোরিয়ার সকল কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।