Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার নতুন প্রশাসনিক শহর "সেজং" শহরের উদ্ভোধন

এখনো সরকারী অফিসগুলোর অবকাঠামো নির্মাণ চলছে
ডেস্ক রিপোর্টঃ সরকারের ৯টি মন্ত্রণালয় এবং ২৭টি সরকারী অফিস অফিস নিয়ে সেজং সিটির উদ্ভোধন করা হয়েছে গতকাল রোববার।ব্যস্ততম শহর সিউল থেকে চাপ কমানোর জন্য সরকার সেজং সিটি করার সিদ্ধান্ত নেয়। সেজং শহর সিউলের ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। প্রাক্তন কোরিয়ার প্রেসিডেন্ট রো মুন হিয়ন ১০ বছর আগে সিউল থেকে সরিয়ে সেজং শহরকে রাজধানী করার ঘোষনা দেন।
সেজং শহরের আয়তন ৪৬৫.২ কিলোমিটার। ২০১৪ সালের মধ্যে এ ৯টি মন্ত্রণালয় এবং ২৭টি সরকারী অফিসের কাজ স্থানান্তর করা হবে। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর অফিসের স্থানান্তরের মাধ্যমে এসব অফিসের নতুন যাত্রা শুরু হবে।সরকার এখনো শহরের অবকাঠামো তৈরী করছে। ৮.৫ট্রিলিয়ন উওনের বাজেটে সেজং শহরে রোড়, বিদ্যুত, গ্যাস, হাসপাতাল, স্কুল এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ চলছে।