Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্র আন্দোলনের আরেক যোদ্ধা কাউসার মারা গেলেন

‘আসছে ফাগুন দ্বিগুণ নয়, ১৬ কোটি হবো।’ এটি ছিল চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মাহমুদের (২২) শেষ স্ট্যাটাস। তার দুদিন পর ৪ আগস্ট ছাত্র আন্দোলনে চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

chardike-ad

কাউসার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে। আব্দুল মোতালেব পেশায় একজন মুদি দোকানদার। সোমবার কাউসারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জানাজা শেষে মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে আজ রাতেই নামাজে জানাজা শেষে আব্দুর রহমান মাতব্বর জামে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘শহীদ কাউসারের নামাজে-জানাজা এশার নামাজের পর চট্টগ্রাম কমার্স কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।’

এদিকে, কাউসারের মৃত্যুর খবরে শোকাতুর তার বন্ধু ও স্বজনরা। তার বন্ধু তানজিম উদ্দিন ফেসবুকে লেখেন, ‘আমাদের ৪১ ব্যাচের কাউসার মাহমুদ আল্লাহর জিম্মায় ফিরে গেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বন্ধুকে জান্নাত নসিব করুন।’