
ভারতের মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে এই ভোট গণনা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’ জোট মহারাষ্ট্রে ভূমিধস জয় পেতে যাচ্ছে। এ রাজ্যে মোট আসনের সংখ্যা ২৮৮। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৪৫ আসন। প্রাথমিক ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছে, এরই মধ্যে ‘মহাজুটি’ ২২৩টি আসনে জয় পেয়েছে। বিজেপি একাই শতাধিক আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ঝাড়খণ্ডে জয় পেতে যাচ্ছে হেমন্ত সোরেনের জেএনএম নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪১টি আসন।
প্রাথমিক ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছে, ৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’ জোট।
গত ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে ৪৩টি আসনে প্রথম দফায় ভোট হয়েছিল। এরপর বাকি ৩৮টিতে দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ভোট হয়। অন্যদিকে, মহারাষ্ট্রের ২৮৮ আসনেই ২০ নভেম্বর এক দফায় ভোট হয়েছিল।


































