
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার অভিনয় করতে চলেছেন তার নিজস্ব অ্যানিমেটেড সিরিজে, যার নাম ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’। খুব শিগগিরই এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি+ এ দেখা যাবে। সনি মিউজিক ভিশন এবং সনি পিকচার্স টেলিভিশন-কিডসের প্রযোজনায় নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিরিজটি শিশুদের পাশাপাশি ফুটবলপ্রেমীদেরও মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ১২ বছর বয়সী একটি ছেলে লিও-কে ঘিরে। অসাধারণ প্রতিভার অধিকারী লিও একদিন নিজেকে একটি নতুন জগৎ ‘ইকো’-তে খুঁজে পায়, যা দানবদের শাসনে ধ্বংসের মুখে। সেই দানবদের হাত থেকে ১০টি রাজ্যকে রক্ষা করতে লিওকে লড়াই করতে হবে, যেখানে তাকে দলের কাজের মাধ্যমে সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দেখাতে হবে।
এই প্রকল্পটি মেসির স্বপ্ন পূরণের একটি অংশ, যেখানে তিনি খেলাধুলার মূল্যবোধগুলো শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে চান। এই সম্পর্কে মেসি বলেন, ‘আমি সবসময় এমন একটি প্রকল্পে অংশ নেওয়ার স্বপ্ন দেখতাম, যা খেলাধুলার সেই মূল্যবোধগুলো শিশুদের মধ্যে ছড়িয়ে দেবে, যেগুলো আমার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দলগত কাজ, অধ্যবসায়, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছুই অসম্ভব নয়। আমি এই সিরিজটি বিশ্বের শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছি এবং আশা করি এটি তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।’
ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন, যারা ‘ওয়েলকাম টু রেক্সহ্যাম’-এর মতো জনপ্রিয় ডকুমেন্টারি তৈরি করেছে, তারাও মেসির এই সিরিজ নিয়ে বেশ উচ্ছ্বসিত। ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশনের প্রেসিডেন্ট আয়ো ডেভিস বলেন, “ফুটবল- যা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সকার’ বলে ডাকি- এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, যা সব বয়সের মানুষকে একত্রিত করে। লিওনেল মেসি এবং সনি পিকচার্স টেলিভিশনের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর গল্পটি পরিবার, বন্ধুত্ব এবং দলগত কাজের মূল্যবোধ ছড়িয়ে দেবে।”
সনি পিকচার্স টেলিভিশন – কিডসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জো ডি’অ্যামব্রোসিয়া বলেন, ‘ফুটবল এমন একটি খেলা, যা মানুষকে একত্রিত করে এবং দলগত কাজের প্রকৃত অর্থকে তুলে ধরে। লিও এবং সনি মিউজিকের সঙ্গে এই প্রথমবারের মতো কাজ করতে পেরে আমরা আনন্দিত। ডিজনি এই সিরিজটিকে বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম দেওয়ায় আমরা উচ্ছ্বসিত।’
যদিও ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর গ্লোবাল মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে এটি ডিজনি চ্যানেল এবং ডিজনি+ এ শিগগিরই মুক্তি পাবে। মেসির বিশাল ভক্তবহর এবং ডিজনির গ্লোবাল প্ল্যাটফর্মের কারণে এই সিরিজটি বিশ্বব্যাপী সফল হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ইন্টার মিয়ামিতে খেলা চালিয়ে যাচ্ছেন মেসি। ২০২৪ সালে মেজর লিগ সকারের এমভিপি পুরস্কার জেতার পর, তিনি আরও এক মৌসুম খেলতে প্রস্তুত, কারণ তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত চলবে।








































