অবশেষে ঢাকার পর্দায় ‘পদাতিক’, দেখা যাবে ফ্রি!

 

chardike-ad

 

গত বছর মুক্তি পাওয়া টলিউডের অন্যতম সিনেমার মধ্যে ‘পদাতিক’ এগিয়ে থাকবে অনেকখানি। কারণ, এটি নির্মিত হয়েছে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবন ধরে। আরও কারণ, সিনেমাটি নির্মাণ করেছেন টলিউডের সবচেয়ে সফল নির্মাতা সৃজিত মুখার্জি আর তাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকার আলোচিত অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায়। কথা ছিলো একই সময়ে মুক্তি পাবে বাংলাদেশেও। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে সেটি আর হলো না। ফলে বাংলাদেশের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পেলো না। সেই অভাব এবার ঘুচতে যাচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দৌলতে।

উৎসবের ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘পদাতিক’। উৎসবের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শক। এমনটাই নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

এদিন সিনেমা প্রদর্শন শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। যাতে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা সৃজিতসহ কলাকুশলীরা।

‘পদাতিক’-এ মৃণাল সেনের যুবক ও বয়স্ক-দুই চরিত্রে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। এতে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ।

উৎসবের অংশ হিসেবে এদিন (১৬ জানুয়ারি) আরও যে ছবিগুলো প্রদর্শিত হবে-

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

১০:৩০- ড্রিমিং এন্ড ডায়িং (নেলসন ইউ, ইন্দোনেশিয়া)
২:৩০- প্রজেক্টসনিষ্ট (ঘরবানালী তাহেরিফর, ইরান)
৪:৩০- পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল (নোরিকো ইউয়াসা)

জাতীয় জাদুঘর (মেইন অডিটোরিয়াম)

১০:৩০- কালাচাকরা (আয়া-গাঙ্গা উলজিটুয়েভ, রাশিয়া), মন্তে ক্লেরিগো (লুইস ক্যাম্পস, পর্তুগাল), রাইস মি আ মেমোরি (ভারুন তৃখা, এস্তোনিয়া)
১:০০- ইন দ্য বেলি অব আ টাইগার (জালটা সিদ্ধার্থ, ভারত)
৩:০০- মেলোডি (বেহরাজ সেবৎ রসৌল, ইরান)
৫:০০- বোটলমেন (নেমঞ্জা ভোজিনভিক, সার্বিয়া)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল অডিটোরিয়াম)

১০:৩০- হোয়েন এভ্রিথিং বার্নস (মারিয়া পঞ্চিও, আর্জেন্টিনা), অ্যাকিউট (মায়ারা মিলান, ব্রাজিল), নট জাস্ট অ্যানি ডে (ক্লাভিয়া করশুনোভা, মলদোভা), আলট্রাভায়োলেট (ভার্লে দা ওয়াইল্ড, বেলজিয়াম), কালেভালা লেজেন্ড অব আইনো (মায়ানা ভানোভিচ, রাশিয়া), পুশ (অনাস্তাশিয়া সেরেজিনা, রাশিয়া)
১:০০- এটেভিজম (আলেক্সে ফেডরচচেঙ্ক, রাশিয়া), ফার্স্ট অন দা মুন (ঐ)
৩:০০- ইগো ইস্ট (আর্সেন আরকেল্যান, আর্মেনিয়া), হায়াটি (ওজান বোজ, তুর্কি), হ্যালো সালমা (মোহাম্মদ হোসেন সলেমানি, ইরান), আওয়ার মেমোরি (আলেক্সজাড্রা ব্রেজনে, ফ্রাঞ্চ), আওয়ার মাদার (ডানিয়েল পাগলিয়া, ইতালি)
৫:০০- নামহীন গোত্রহীন (চন্দ্রভন দেবী মুহু, বাংলাদেশ), আর কতবার বলবো (রেহানা সামদানী, বাংলাদেশ)
৭:০০- আনারকলি (আলম আনোয়ার, বাংলাদেশ), বারেন (মনসুর ভসৌঘি, ইরান)

শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম)

১০:৩০- আ সামার’স এন্ড পোয়েম (লাম ক্যান-ঝিও, চীন), আই কুড হ্যাভ লিভড বিকজ অব ইউ (হুশাম জলিলাটি, সিরিয়া), বিয়ন্ড দা ওয়েস (চেংক ইজগরেন, তুর্কি)
১:০০- সো লং ফর লাভ (জিআওলিয়ে ওয়াং, চীন)
৩:৩০- সানডে (শরিক খোলিকোভ, উজবেকিস্তান)
৫:৩০- দা সাউন্ড ইস লাউড (ইভান মনোয়ার), দা রিবার্থ অব বাংলাদেশ (রাকিবুল হাসান), ডিসকানেক্টেড (আদনান বাঙ্গালী), চাঁদ আকাশের গল্প (অমিত হিমেল), পথ (লাহুল মিয়া), জুলাইয়ের চিঠি (ঐ), সহযাত্রা (আহাদ তানভীর)—বাংলাদেশ

সবগুলো সিনেমাই দেখা যাবে বিনামূল্যে।