নরসিংদী জেলার সদর থানার খিদিরপুর এলাকায় শুভ মিয়া নামে তরুণকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদক নিয়ে তর্কের জেরে তারা বন্ধুকে হত্যা করে বলে জানিয়েছে। পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ মে খিদিরপুর এলাকায় ডোবার মধ্যে ভিকটিম শুভ মিয়ার (২০) লাশ উদ্ধার হলে তার বড় ভাই বাদী হয়ে নরসিংদী মডেল থানার মামলা করেন। পিবিআই নরসিংদী জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে ঘটনার সঙ্গে জড়িত তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করে। তাদের মধ্যে একজনের নিকট হতে শুভর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই এর জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ৬ মে সন্ধ্যায় শুভ চারজন বন্ধুসহ (আসামি) খিদিরপুর ব্রীজের পাশে একত্রে মাদক সেবন করে। এ সময় মাদক সংগ্রহ সংক্রান্ত বিষয়ে শুভর সঙ্গে আসামিদের তর্কাতর্কি হয়।
আরও পড়ুন: রাবি ছাত্রীর সঙ্গে ড্যাফোডিল শিক্ষার্থীর ‘বন্ধুত্ব’, ঢাকায় এনে ব্ল্যাকমেইলের অভিযোগ
একপর্যায়ে তারা শুভকে মারপিট করে। ঘটনাস্থলের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গরু বাঁধার একটি দড়ি (রশি) দিয়ে তার গলায় প্যাঁচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ রাস্তার পাশের ডোবায় ফেলে দেয়। হত্যাকান্ডে ব্যবহৃত দড়ি (রশি) খালের পানিতে ছুড়ে ফেলে পালিয়ে যায় তারা।
তিন জন অভিযুক্তই আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে পিবিআই।