নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সোমবার কানাডায় জি সেভেন সম্মেলনে ট্রাম্প ওই মন্তব্য করেন। তিনি বলেন, সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিৎ।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের এই সতর্কবার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের ওই মন্তব্যর পর আজ মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মত হামলা-পাল্টা হামলা চলছে।
কানাডায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই দেশে ফিরছেন ট্রাম্প। প্রেসিডেন্টকে অনুসরণ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও সম্মেলন ছেড়ে আগেভাগে ওয়াশিংটন ফিরছেন।