Search
Close this search box.
Search
Close this search box.

ফিলিস্তিনি শিশুদের মুক্তি চাইলেন মেসি

ফুটবল মাঠে তিনি বিশ্বখ্যাত ফুটবলার। খেলাই তার জীবন, খেলাই তার সাধনা। এর উল্টো পিঠে তিনি একজন বাবা। বলা হচ্ছে লিওনেল মেসির কথা। থিয়াগো নামের ফুটফুটে ছেলে সন্তান আছে মেসির। বিশ্বকাপের মঞ্চে শুধু নয়, হরহামেশাই প্রিয় সন্তানকে নিয়ে ক্যামেরার চোখে ধরা পড়েন মেসি। সন্তানের প্রতি বাবা-মায়ের মায়া কেমন তা ভালোই জানা আছে আর্জেন্টাইন তারকার। আর এজন্যই উদ্বেগে আছেন মেসি। তার উদ্বেগটা ফিলিস্তিনি শিশুদের নিয়ে। গাজায় ইসরাইলি হামলায় নির্বিচারে শিশুমৃত্যু মানতে পারছেন না মেসিও।

2478407680-Lionel-Messi-Madrid-wins-before-Bale-joins-Messi-scores-3-jতাই নিজের ফেসবুক পেজে বার্সেলোনা ফরোয়ার্ড গাজার শিশুদের সমর্থন করে লিখেছেন, ‘একজন বাবা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ছবিগুলো দেখে আমি মর্মাহত। সেখানে নিরপরাধ লোকদের ওপর অবিচার করা হচ্ছে। বিশেষ করে শিশুদের ওপর। যারা যুদ্ধ কি তা বোঝে না। এ যুদ্ধে শিশুদের কোনো হাত নেই। কিন্তু তাদের মূল্য দিতে হচ্ছে। এ অবিচার অবশ্যই বন্ধ করতে হবে। শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্ত করতে হবে।’ এই ফেসবুক পোস্টের সঙ্গে মাথায় ব্যান্ডেজ বাঁধা একটি শিশুর ছবিও আপলোড করেন মেসি।

chardike-ad