বৃহস্পতিবার । জুলাই ১০, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১৮ জুন ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
শেয়ার

১৫০ ছাড়ালেন মুশফিক, চালকের আসনে বাংলাদেশ


১৫০ ছাড়ালেন মুশফিক, চালকের আসনে বাংলাদেশ

সপ্তমবারের মতো টেস্ট ক্যারিয়ারে ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার। ওদিকে লিটন দাসও তুলে নিয়েছেন ফিফটি। ফলাফল ১২২ ওভারে ৪ উইকেটে ৪০৩ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ। ১৫৪ রানে খেলছেন মুশফিক। লিটন ব‍্যাট করছেন ৫০ রানে।

এর আগে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে সামলে নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে চালকের আসনে নিয়ে আসেন এই দুই ব্যাটার। প্রথম দিন ছিল পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।