বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ জুন ২০২৫, ৯:৫২ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট


হরমুজ প্রণালি অতিক্রম করছে একটি ওয়েল ট্যাংকার

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আজ রোববার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

আজ ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, হরমুজ প্রণালি হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহন রুট। এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ২০ শতাংশ বৈশ্বিক জ্বালানি সরবরাহ হয়।

পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি আজ ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এই বিষয়টি এখন আলোচ্যসূচিতে রয়েছে এবং ‘প্রয়োজন হলেই কার্যকর করা হবে’।