Search
Close this search box.
Search
Close this search box.

পোপ ফ্রান্সিস কাল সিউলে আসছেন

পোপ ফ্রান্সিস আগামীকাল পাঁচদিনের সফরে সিউল পৌঁছবেন। কোরিয়ান মিডিয়া পোপের এই সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করছে। কোরিয়ার স্থানীয় পত্রিকা, টেলিভিশন পোপের আগমন উপলক্ষে আলাদাভাবে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করেছে।

PYH2014081307080031500_P2পোপ ফ্রান্সিস বাসে করে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।  শুক্রবার পোপ ফেরি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ১০ যাত্রী ও নিহতের স্বজনদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এই সময় ফেরি দুর্ঘটনায় নিহতের স্বজনরা তদন্তের ক্ষেত্রে পোপের সহায়তা কামনা করবেন।

chardike-ad

বুধবার তারা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার ব্যাপক তদন্তের জন্য পোপ ফ্রান্সিসের সমর্থন চাওয়া হবে।এপ্রিল মাসে ফেরি সিয়োল সমুদ্রে ডুবে গেলে প্রায় ৩০০ লোক মারা যায়। এদের অধিকাংশই ছিল কিশোর। এরা শিক্ষা সফরে ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ফেরির ক্যাপ্টেনসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। নিহতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের ওপর ‘রাজনৈতিক চাপ’ প্রয়োগের জন্য’ পোপকে তাদের সহায়তা করার আবেদন জানাবেন।