বুধবার । জুলাই ৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ জুন ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতির পর পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা


iranযুদ্ধবিরতির পরও ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তেহরান জানিয়ে দিয়েছে, তারা পারমাণবিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। তবে ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরান সাময়িকভাবে প্রতিক্রিয়া কমাতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে একই বার্তা দিয়ে বলেন, আলোচনার দরজা খোলা রয়েছে, তবে সামরিক ও পারমাণবিক সক্ষমতা থেকে একচুলও পিছিয়ে আসবে না তেহরান।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যে ইরানের এই কঠোর অবস্থান তাদের কৌশলগত পুনর্গঠন এবং শক্তি সঞ্চয়ের ইঙ্গিত দেয়। তারা মনে করছেন, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে তেহরান যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে নিচ্ছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইউরেনিয়ামের বড় একটি অংশ অক্ষত থাকায় ইরান খুব শিগগিরই তাদের কর্মসূচি আবার পুরোদমে চালু করতে পারবে।

ইরানের স্পষ্ট বার্তা হলো—তারা পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য তাদের প্রচেষ্টা থামাবে না, এবং যদি প্রয়োজন পড়ে, তা রক্ষা করতে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার এই মূল কেন্দ্রে ইরানের এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিক ও নিরাপত্তা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।