বৃহস্পতিবার । জুলাই ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১ জুলাই ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন


bangladeshi-studentsমিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মাঝে তারা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে বাংলাদেশকে গর্বিত করেছে। প্রতিযোগিতায় প্রথম স্থানসহ মোট পাঁচটি পুরস্কার অর্জন করেছেন পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করে জানান, আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমি আয়োজিত ‘সাকাফাতু বিলাদি’ শিরোনামের এই প্রতিযোগিতায় ভাষাগত দক্ষতা, দেশীয় সংস্কৃতি, অঙ্কন এবং প্রযুক্তিনির্ভর প্রতিভার স্বাক্ষর দেখিয়ে শিক্ষার্থীরা এই পুরস্কার লাভ করেছেন।

প্রথম স্থান অর্জন করেন ময়মনসিংহের মুহাম্মদ মারুফ, যিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার মিসরীয় পাউন্ড। ঢাকার মোর্তজা হাসান ও ইনজামুল হক রাফি চতুর্থ স্থান অর্জন করে পেয়েছেন ৭ হাজার করে মিসরীয় পাউন্ড। মাসুম বিল্লাহ গুলজার ও মোহাম্মদ শাব্বীর আহমদ গোফরান যৌথভাবে পঞ্চম স্থান অর্জন করে পেয়েছেন ৫ হাজার মিসরীয় পাউন্ড।

নগদ অর্থের পাশাপাশি বিজয়ীদের মাঝে উপহার হিসেবে গবেষণা গ্রন্থ ও মিসরের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য বিশেষ শিক্ষা সফরের সুযোগ দেওয়া হয়।

এই প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম শায়খ আহমাদ আত-তাইয়েব এবং প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আল-জেন্ডি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক শিক্ষাবিদ, ভাষাবিদ, প্রযুক্তিবিদ ও সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞরা। কয়েকটি ধাপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয় গত ২২ জুন এবং ফলাফল প্রকাশিত হয় ২৭ জুন।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, সংস্কৃতি ও সৃজনশীলতা তুলে ধরার একটি গৌরবময় উদাহরণ। তাদের সাফল্যে মিসরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং আল-আজহারে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝেও আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।