
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকটি ঢাকায় হলে প্রতিনিধি দল পাঠাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। ভারত সফরে আসতে অস্বীকৃতি জানানোয় সভা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে আপত্তি জানিয়েছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে আজ শনিবার (১৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিসিসিআই সাফ জানিয়েছে, যদি এজিএম ঢাকা থেকে সরানো না হয় তাহলে এশিয়া কাপেও অংশ নেবে না তারা।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে বৈঠকে যোগ দিতে ভারত রাজি হয়নি। একই সঙ্গে বিসিসিআই এও জানিয়েছে, সভার ভেন্যু পরিবর্তন না হলে তারা কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।
সূত্রটি জানায়, “ঢাকায় সভা হলে বিসিসিআই কোনো প্রস্তাবে সায় দেবে না। আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি, কিন্তু এখনও কোনো সাড়া মেলেনি।”
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বিসিসিআই অভিযোগ করেছে, তিনি ভারতের ওপর “অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি” করছেন।
এবারের ছয় দলের এশিয়া কাপ হওয়ার কথা টি-টোয়েন্টি ফরম্যাটে, যার আয়োজক নির্ধারিত রয়েছে ভারত। তবে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সময়সূচি কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি। অনানুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসকে সম্ভাব্য সময় ধরে এগোচ্ছে আলোচনা।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
এ বছরও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, কিন্তু ভারত সীমান্ত পেরিয়ে খেলতে রাজি হয়নি। সে সময়ও ভারতের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হয়।
এর আগে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও জল্পনা ছড়ায় যে, ভারত এ বছরের এশিয়া কাপ ও নারীদের ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে না। বিসিসিআই নাকি এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে বলেও দাবি করা হয়।
তবে বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ওই দাবি সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, “এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এগুলো নিছক জল্পনা ও কাল্পনিক।”





































