
উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় স্কুলের শিক্ষক, শিশু-কিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শোকের এই দিনে ভারাক্রান্ত হৃদয়ে খেলতে নামলো বাংলাদেশ।
তিনন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশের জন্য নিয়েছে এসেছে সুযোগ। জিতলেই সিরিজ নিজেদের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এমন ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে এসেছেন শরিফুল ইসলাম। ওপেনার তানজিদ হাসান তামিমকে বসিয়ে একাদশে আনা হয়েছে নাঈম শেখকে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন অর্ধনমিত রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ক্রিকেট বোর্ডের পতাকা। এছাড়া কালো ব্যাজ পরে মাঠে নামবেন বাংলাদেশের ক্রিকেটাররা।





































