পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩৩ রানের মাঝারি লক্ষ্য নিয়ে শুরুতেই মাত্র ১৫ রানেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। তবে মিডল অর্ডারে কিছু ফিল্ডিং ভুল ও ক্যাচ মিসের কারণে ম্যাচটা জটিল রূপ নেয়। শেষ পর্যন্ত জয় ধরে রেখেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে লাল-সবুজের দল।
এই সিরিজ জয় উৎসর্গ করা হয়েছে দেশের শোকাবহ মুহূর্তকে। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধপ্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জয় উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে লিটন বলেন, “সম্প্রতি যে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, এই সিরিজ জয় আমি তাদের প্রতি উৎসর্গ করতে চাই। আমরা সবাই খুব শোকাহত।”
উল্লেখ্য, উত্তরার ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।





































