
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা সাধারণত খুব একটা আলোচনার জন্ম দেয় না। তবে এবারের আয়োজন ঘিরে ঢাকায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও কৌতূহল। কারণ, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সভায় অংশ নেবে কি না—তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল নানা আলোচনা। অবশেষে জানা গেছে, বিসিসিআই থেকে একজন প্রতিনিধি সভায় ভার্চুয়ালি অংশ নিবেন।
ভারতের একাধিক ক্রীড়া সাংবাদিক জানিয়েছেন, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনে এ সভায় অংশ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলামও। তিনি বলেন, “ভারতীয় বোর্ডের পক্ষ থেকে রাজীব শুক্লার অনলাইনে যোগ দেওয়ার কথা রয়েছে।”
আগামীকাল রাজধানীর একটি হোটেলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এসিসির বার্ষিক সাধারণ সভা। তবে সভার ভেন্যু হিসেবে ঢাকাকে কেন্দ্র করে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিসিসিআই। এমনকি, তারা হুমকিও দিয়েছিল—ঢাকায় সভা হলে এ বছরের এশিয়া কাপ আয়োজন অনিশ্চিত হয়ে পড়বে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমানও সভায় অংশ নেবে না। কিন্তু সেই তথ্য আংশিক ভুল প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আফগানিস্তান ও ওমান সভায় যোগদানের নিশ্চয়তা দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
সবশেষ ভারতের পক্ষ থেকেও অনলাইনে অংশগ্রহণের ইঙ্গিত আসায় এশিয়া কাপ আয়োজন নিয়ে আর কোনো জটিলতা থাকার কথা নয়।
এসিসির সভায় উল্লেখিত বোর্ডের প্রতিনিধিদের অংশ নেওয়ার বিয়ষটি বিসিবি সভাপতি নিশ্চিত করেছেন। বুধবার ঢাকায় বসবে এসিসির সভা। প্রথমবার বিসিবি এই সভার আয়োজন করতে যাচ্ছে। এবারের এসিসির বার্ষিক সভার প্রধান আলোচ্য থাকবে সেপ্টেম্বরের এশিয়া কাপ।
টুর্নামেন্টটির আয়োজক ভারত। তবে টি-২০ ফরম্যাটে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসতে পারে টুর্নামেন্টটির আসর। এর আগে ঢাকায় এসিসির সভা আয়োজন নিয়ে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানান, তারা মূলত এসিসিকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন। এটি এসিসির প্রোগ্রাম।





































