শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ অগাস্ট ২০২৫, ৮:০১ অপরাহ্ন
শেয়ার

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার


bangladeshi-arest

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে শ্রীভূমি (পূর্ব নাম করিমগঞ্জ) জেলা থেকে এসব বাংলাদেশিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (২৬ আগস্ট) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয়। পরে মঙ্গলবার ওই জেলার সীমান্ত এলাকা থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি লিখেছেন, “পৃথক দুই ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে আটক ২১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে।”

আসাম পুলিশ জানিয়েছে, রোববার নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে শ্রীভূমি জেলায় আটক করা হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সীমান্তের কাছ থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর বিএসএফ-এর সহায়তায় ফেরত পাঠানো হয়।

এছাড়া দক্ষিণ সালমারা মানকাচারে একই দিন রাতে আরও ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। জেলার পুলিশ সুপার হরেন টোকবি জানান, গ্রেপ্তারদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি আরও বলেন, “তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি আসেন এবং পরে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।”

মুখ্যমন্ত্রী শর্মা অভিযোগ করেন, এসব অবৈধ অনুপ্রবেশকারী স্থানীয় জনগণের অধিকার ক্ষুণ্ন করছে এবং জনসংখ্যার কাঠামো পরিবর্তন করছে। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।