শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৮ অগাস্ট ২০২৫, ৭:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত অন্তত ২০


us-school-shootingযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। পরে হামলাকারীও নিজের গুলিতে প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বিচার বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালে অ্যানানসিয়েশন ক্যাথলিক চার্চের পরিচালিত স্কুলটিতে শিশুরা পিটি করার সময় হামলা চালায় এক বন্দুকধারী। গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এ হামলা ঘটে।

আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে যুক্ত প্রাথমিক স্তরের এ বেসরকারি স্কুলে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল ও চার্চ দুটোই শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।

পুলিশ জানায়, হামলাকারী কালো পোশাক পরিহিত ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। হামলার পর আতঙ্কিত অভিভাবকেরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে স্কুলে প্রবেশ করে সন্তানদের বের করে আনেন।

মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা জানিয়েছেন, গুলিতে দুই শিশু নিহত হয়েছে। তাদের একজনের বয়স ছিল ৮ বছর এবং অন্যজনের ১০ বছর। তাদের বাবা-মাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘গুলি চালানোর ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হয়েছে এবং এফবিআই ঘটনাস্থলে রয়েছে। দয়া করে হতাহত সকলের জন্য প্রার্থনা করতে আমার সঙ্গে যোগ দিন!’

এছাড়াও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।