
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের আচরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন ফিলিপাইনকে ‘অতিরঞ্জিত প্রচারণা’ বন্ধ করার আহ্বান জানিয়ে অবিলম্বে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন।
তিনি জানান, নানশা দ্বীপপুঞ্জের অংশ রেন আই চিয়াও সবসময়ই চীনের ভূখণ্ড।
কুয়ো অভিযোগ করেন, ফিলিপাইন দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে একটি যুদ্ধজাহাজ ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে, যা চীনের সার্বভৌমত্ব এবং দক্ষিণ চীন সাগর আচরণবিধির ঘোষণাপত্র লঙ্ঘন করছে। এতে অনাবাসিক দ্বীপ ও প্রবালপ্রাচীরে কোনো স্থায়ী কর্মকাণ্ড না করার যে ধারা রয়েছে, তাও ভঙ্গ হয়েছে।
তিনি জানান, চীন দীর্ঘদিন ধরে মানবিক কারণে একটি অস্থায়ী ব্যবস্থা চালু রেখেছে, যার আওতায় ফিলিপাইন প্রয়োজনীয় জীবনযাপনের সামগ্রী পরিবহন করতে পারে, কোনো নির্মাণসামগ্রী নয়।
তবে সম্প্রতি ফিলিপাইন একের পর এক পদক্ষেপ নিচ্ছে, যা উত্তেজনা তৈরি করছে এবং চীনের সামুদ্রিক অধিকার ক্ষুণ্ন করছে। এতে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থার ভীতও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন মুখপাত্র।


































