বিশ্বের অন্যতম ইন্টারনেটনির্ভর দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি শিক্ষার্থীদের ‘স্মার্টফোন আসক্তি’ থেকে দূরে রাখতে নানা উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় দেশটির পার্লামেন্টে নতুন একটি বিল পাস হয়েছে। আগামী বছরের মার্চ থেকে কার্যকর হতে যাওয়া এই আইনে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা, শিক্ষা-সংক্রান্ত বিশেষ কারণ বা শিক্ষামূলক উদ্যোগের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বিরোধীদল পিপল পাওয়ার পার্টির সংসদ সদস্য চো জাং-হান এই বিলটি উত্থাপন করেছিলেন। মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগে বিষয়টি দীর্ঘদিন অমীমাংসিত থাকলেও, জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি জানায় যে শিক্ষার স্বার্থে এমন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘন নয়।
তবে সমালোচকরা বলছেন, আইনটি শিক্ষার্থীদের ‘ডিজিটাল অধিকার ও শিক্ষার অধিকার’ ক্ষুণ্ণ করছে। বামপন্থি জিনবো পার্টির মতে, এই উদ্যোগে কিশোর-কিশোরীরা দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া ও ডিজিটাল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগ হারাচ্ছে।
এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসও স্কুলে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।


































